জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় ধানক্ষেত থেকে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের এক কৃষকের ক্ষেতে এটি দেখতে পায় স্থানীয়রা।
পরে খবর পেয়ে বনকর্মীরা বিরল প্রজাতির ক্ষুদার্থ শকুনটিকে উদ্ধার করেন। এদিকে শকুনটি দেখতে ভিড় করছে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, বেশ কয়েকজন শিক্ষার্থী বৌলতলী গ্রামের সড়ক দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। এসময় একটি রেন্ট্রি গাছে শকুনটি দেখতে পেয়ে তারা ধাওয়া শকুনটি ধরে। খবর পেয়ে ধুলাসার ইউনিয়নের বিট অফিসার উজ্জল হোসেন ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করে। পরে তিনি এটিকে বিট আফিসে নিয়ে যায়।
ধুলাসার ইউনিয়নের বিট অফিসার উজ্জল হোসেন বলেন, শকুনটি ক্ষুদার্থ ও অসুস্থ। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে মুরগির মাংস খাওয়ানো হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। বর্তমানে শকুনটি তার তত্ত্বাবধানে রয়েছে বলে তিনি জানিয়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপ-সহকারী কর্মকর্তা সুভাশিষ বলেন, শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। যেহেতু এটি ক্ষুদার্থ তাই খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে।
মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা আবুল কালাম বলেন, শকুনটিকে রোগাক্রান্ত মনে হচ্ছে, তাই এটিকে প্রাণিসম্পদ অফিসে হস্তান্তর করা হবে। প্রাণিটিকে বনে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।