Advertisement
জুমবাংলা ডেস্ক: জামালপুরের মেলান্দহে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৭টায় মেলান্দহ পৌর শহরের কামদেববাড়ি রাস্তার পাশে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে রাস্তার পাশে শিশু সদৃশ বস্তু মৃত নবজাতকের (ছেলে) লাশ পড়ে থাকতে দেখে পথচারিরা। মুহুর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে শত শত লোক ভীড় করছে।
বিষয়টি মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম খান পিবিএ‘কে নিশ্চিত করেছেন। কোনো অবৈধ সম্পর্কের ফসল হিসাবে এ ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে। তবে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। সূত্র: পিবিএ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।