নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ধান খেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে টঙ্গীর শিলমুন জাম্বুরারটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মৃত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। পরে মরদেহটি থানা পুলিশ উদ্ধার করেন।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার দুপুরে ওই এলাকার একটি ধানখেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় ধানখেতে জমাটবাঁধা কাদাপানিতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। হত্যার পর লাশটি ধানখেত ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইজতেমায় অস্থায়ী দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।