জুমবাংলা ডেস্ক : ঢাকার ধানমণ্ডিতে বহুতল একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু ঘটেছে, আহত হয়েছেন দুজন।
শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ধানমণ্ডি ৬/এ সড়কে ঈদগাহ মাঠের পাশের ১২ তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ১০টা ১০মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম জানান, অগ্নিকাণ্ডে আহত দুজন নারী ও একজন পুরুষকে হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তিনজনকে আনার পর এক নারীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অগ্নিদগ্ধ অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতদের পরিচয় জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।