রাজধানীর ধানমন্ডি এলাকায় সড়ক দুর্ঘটনায় বশির উদ্দিন তালুকদার নামে পুলিশের এক কনস্টেবল মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুন হাসান। তিনি বলেন, পুলিশ সদস্য বশির মিরপুর এলাকায় থাকতেন। শুক্রবার রাতে ফ্যান মেরামত করার জন্য হাজারীবাগ এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে বাইসাইকেলে করে মিরপুরে ফিরছিলেন তিনি।
এএসআই মামুন আরো বলেন, ধানমন্ডি সাত নম্বর সড়কের মাথায় আসার পর একটি অজ্ঞাত গাড়ি পুলিশ সদস্য বশিরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় চালক। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘাতক গাড়ি ও তার চালককে আটকের চেষ্টা করছে বলে জানান এএসআই মামুন।
বশির ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) পেট্রোলের দেহরক্ষীর দায়িত্বে ছিলেন। তিনি পটুয়াখালী জেলার দুমকি থানার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।