
মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলার ধামরাই উপজেলায় মো. জুলহাস উদ্দীন (৩৭) নামের এক সাংবাদিককে ধারারো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মো. শাহিন ও মোয়াজ্জেম নামের দুজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ধামরাই উপজেলার বারোবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহত জুলহাস উদ্দীন উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোড়া এলাকার মৃত রহিজ উদ্দীনের ছেলে। তিনি পেশায় বেসরকারি টেলিভিশন বিজয় টিভির ধামরাই প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বারোবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় জুলহাসকে গলায় ছুরি দিয়ে আঘাত করে শাহিন ও মোয়াজ্জেম। পরে তাকে উদ্ধার করে জনস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। জুলহাসকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় জনতা শাহিন ও মোয়াজ্জেমকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, নিহতের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে আনার পর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
অপরদিকে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসপাতালে এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।