Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ধারে চলছে ২১ সরকারি মেডিক্যাল কলেজ
    জাতীয়

    ধারে চলছে ২১ সরকারি মেডিক্যাল কলেজ

    জুমবাংলা নিউজ ডেস্কDecember 5, 20204 Mins Read
    Advertisement

    তৌফিক মারুফ : দেশে মেডিক্যাল শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুললেই সাধারণত প্রাইভেট মেডিক্যাল কলেজগুলোকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। অনুমোদনের সময় দেওয়া সব শর্ত পূরণ না করায় এখনো কয়েকটি প্রাইভেট মেডিক্যাল কলেজ কালো তালিকাভুক্ত হয়ে আছে; যারা নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারছে না। আর সরকারি বা বেসরকারি সব ক্ষেত্রে মেডিক্যাল কলেজের পূর্বশর্ত হচ্ছে—কলেজের সঙ্গে থাকতে হবে ছাত্র-ছাত্রীর আনুপাতিক হার অনুসারে রোগীসংবলিত হাসপাতাল। কিন্তু শুধু প্রাইভেট মেডিক্যাল কলেজে নয়, নতুন সরকারি মেডিক্যাল কলেজগুলোয় চলছে হাসপাতালের ঘাটতি। বিশেষ করে দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজের মধ্যে ২১টি কলেজের নিজস্ব কোনো হাসপাতাল নেই। কোনোমতে ধার করা হাসপাতাল দিয়ে চলছে এই মেডিক্যাল কলেজগুলো।

    এ ছাড়া অনেক মেডিক্যাল কলেজে নেই পর্যাপ্ত শিক্ষক এবং অন্যান্য জনবল ও সার্বিক পরিবেশ। এর মধ্যেই সরকার নতুন আরো চারটি মেডিক্যাল কলেজ করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র। অন্যদিকে দেশে এখন মেডিক্যাল শিক্ষার্থী, মেডিক্যাল শিক্ষা ব্যবস্থাপনা ও মান রক্ষায় ভারসাম্য ধরে রাখা যাচ্ছে না। অর্থাৎ শিক্ষার্থী অনুপাতে নেই মেডিক্যাল শিক্ষার পর্যাপ্ত শিক্ষক। এর মধ্যে অধ্যয়নের মূল বিষয়গুলোর ক্ষেত্রে অবস্থা বেশ করুণ।

    জানতে চাইলে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন বলেন, যে কলেজগুলোতে হাসপাতাল ছিল না বা নেই সেগুলোতে এখন হাসপাতাল স্থাপনের প্রক্রিয়া চলছে। কয়েকটি কলেজে হাসপাতালের জন্য প্রকল্প প্রস্তুত হচ্ছে। তবে কক্সবাজার, পাবনা, যশোর ও নোয়াখালী মেডিক্যাল কলেজ নিয়ে নানা ধরনের জটিলতায় এগুলোর ক্ষেত্রে অগ্রগতি নেই। এ ছাড়া সম্প্রতি আরো চারটি কলেজের হাসপাতালের জন্য প্রকল্প প্রস্তাব অনুমোদন হয়েছে। কয়েকটি হাসপাতাল এখনো সদর হাসপাতালের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাকটিক্যাল সামলাচ্ছে। তিনি বলেন, ‘কলেজগুলোর ক্ষেত্রে মানগত বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। শিক্ষকসংকট কাটাতে আমরা বিকল্প হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরই আবার চুক্তিতে কাজে লাগাচ্ছি। এ ছাড়া প্রমোশনও দেওয়া হচ্ছে। তবু ঘাটতি থাকছেই।’

    দেশের মেডিক্যাল কলেজগুলোর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বাস্থ্যশিক্ষা খাতের বিশেষজ্ঞরা। তাঁদের মতে, যদি দেশের মেডিক্যাল শিক্ষাব্যবস্থা ও মান বাঁচাতে হয় তবে এখনই আর একটিও মেডিক্যাল কলেজ স্থাপন করা ঠিক হবে  না। তাঁদের ভাষায়, আশপাশের দেশের তুলনায় আমরা এমনিতেই অনেক বেশি মেডিক্যাল কলেজ তৈরি করে ফেলেছি, যেখান থেকে মানহীন অসংখ্য ডাক্তার বের হচ্ছে আর মানহীন চিকিৎসা বাড়ছে বা প্রশ্ন উঠছে। এই বিশেষজ্ঞরা বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে প্রতি ২৪ লাখ জনগোষ্ঠীর ক্ষেত্রে একটি মেডিক্যাল কলেজ, পাকিস্তানে ১৮ লাখ জনসংখ্যায় জন্য একটি মেডিক্যাল কলেজ রয়েছে, সেখানে বাংলাদেশে ১৩.৮ লাখ জনসংখ্যার জন্য একটি মেডিক্যাল কলেজ আছে। এরপর আরো চারটি করার কথা বলা হচ্ছে।

    পড়াশোনার মান নিয়ে প্রশ্ন তুলে বিশ্লেষকরা বলছেন, দেশে এত মেডিক্যাল কলেজ, এত হাসপাতাল, এত চিকিৎসক থাকতেও মানুষ বিদেশি মুদ্রা ব্যয় করে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাচ্ছে।

    স্বাস্থ্যশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘২০ বছর পুরনো মেডিক্যাল কলেজে আমরা ৭০ শতাংশ বিষয়ে শিক্ষক দিতে পারিনি, বেসিক সায়েন্সের ৭০ শতাংশ কলেজে ন্যূনতম শিক্ষক নেই।’

    সম্প্রতি কক্সবাজার মেডিক্যাল কলেজ পরিদর্শন করে আসা একজন কর্মকর্তা তাঁর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কক্সবাজার মেডিক্যাল কলেজটিতে ফরেনসিক আর ফার্মাকোলজিতে একজন শিক্ষকও নেই। অন্য বিষয়ের শিক্ষকরা ক্লাস নেন, কিন্তু তাঁরা পরীক্ষায় বসতে পারেন না। একটা বিষয়ের পরীক্ষায় ইন্টারন্যাল পরীক্ষক না থাকলে শিক্ষার্থীরা কেমন অসহায় বোধ করে তা যে কেউ বুঝতে পারে।

    ওই পরিদর্শক বলেন, কক্সবাজার মেডিক্যাল কলেজ ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে শুরু হয়েছে, ১১-১২ বছর কেটে গেছে, কিন্তু এখনো নিজস্ব হাসপাতাল নেই। দুই-তিন কিলোমিটার দূরের জেলা সদর হাসপাতালে তাদের রোগী দেখে হাতে-কলমে শিখতে হয়। হিসাব করে দেখা গেছে, তীব্র যানজটের শহর কক্সবাজারে মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে শহরের সদর হাসপাতালে আসা-যাওয়ার জন্য পাঁচ বছর ছাত্রজীবনের আট মাস ব্যয় হয়।

    ওই কলেজের গাইনি বিভাগের একজন সহকারী অধ্যাপককে উদ্ধৃত করে তিনি, ‘কলেজে পড়িয়ে তারপর শিক্ষার্থীদের প্রাক্টিক্যাল ক্লাসের আওতায় রোগী দেখানোর জন্য সদর হাসপাতালে যেতে যেতে সময় চলে যায়,  রোগী দেখানোর প্রাকটিক্যাল সেশনের সময় পাওয়া যায় খুব কম।’

    এদিকে নতুন মেডিক্যাল কলেজের জন্য স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাঠায়নি বলে জানা গেছে। তার পরও কোন বিবেচনায় আরো চারটি মেডিক্যাল কলেজ করতে চায় মন্ত্রণালয় তা ঠিক বুঝতে পারছেন না মন্ত্রণালয়েরই সংশ্লিষ্ট কোনো কোনো কর্মকর্তা। তাঁদের প্রশ্ন—স্বাস্থ্যশিক্ষার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিভাবে নেওয়া হচ্ছে?

    স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘নতুন কোনো মেডিক্যাল কলেজ স্থাপনের ব্যাপারে আমরা কোনো প্রস্তাব পাঠাইনি। কিভাবে নতুন চারটি কলেজের প্রসঙ্গ এসেছে তা আমার জানা নেই।’  সূত্র : কালের কণ্ঠ

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    ৩৫ শতাংশ শুল্কের হুমকি

    ৩৫ শতাংশ শুল্কের হুমকি দিয়ে ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি

    July 8, 2025
    দুপুরের মধ্যে যেসব জেলায়

    দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির শঙ্কা

    July 8, 2025
    শুল্ক আরোপ

    ড. ইউনূসকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ

    July 8, 2025
    সর্বশেষ খবর
    প্রেমে বিশ্বাসযোগ্যতা

    প্রেমে বিশ্বাসযোগ্যতা কীভাবে তৈরি করবেন: সহজ কৌশল

    অনলাইনে ফ্রি পড়াশোনা

    অনলাইনে ফ্রি পড়াশোনা:জীবন বদলে দিন সহজে!

    বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে

    বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের গুরুত্ব

    আজ থেকে নতুন দামে

    আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

    জাজিরায় পদ্মা সেতু

    জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধে ধস, নদীতে বিলীন ৮ স্থাপনা

    সিরাজগঞ্জে মর্মান্তিক

    সিরাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, বাবা-ছেলে নিহত

    ১৯ জুলাই মহাসমাবেশে

    ১৯ জুলাই মহাসমাবেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতি জামায়াতের

    ৩৫ শতাংশ শুল্কের হুমকি

    ৩৫ শতাংশ শুল্কের হুমকি দিয়ে ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি

    পারিবারিক ভ্রমণ পরিকল্পনা

    পারিবারিক ভ্রমণ পরিকল্পনা: আনন্দের স্মৃতির ভিত্তি রচনা করুন

    রান্নায় কমন ভুল এড়ানোর সহজ উপায়

    রান্নায় কমন ভুল এড়ানোর সহজ উপায়: রসনাকে পরিণত করুন পরম আনন্দে

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.