ইধিকা পাল। তিনি দুই বাংলার দুই মেগাস্টারের নায়িকা। যে ছবিতে হাত দিচ্ছেন, বক্স অফিসে তাতেই সোনা ফলছে। টলিউডে কানাঘুষো, তিনি নাকি ‘লাকি চার্ম’! এবার দেবের তরফে বড়সড় সার্টিফিকেট পেলেন তাঁর ‘খাদান কিশোরী’। ‘ধূমকেতু’ ঝড়ের মাঝেই ইধিকা পালকে ‘বাংলার ক্রাশ’ সম্বোধন টলিউড সুপারস্টারের। কিন্তু কোন প্রেক্ষিতে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ দেব?
আসলে টেলিপর্দা থেকে উত্থান হলেও স্বল্প দৈর্ঘ্যের অভিনয় কেরিয়ারে বড়পর্দায় একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন ইধিকা। কখনও তিনি বাংলাদেশের ‘প্রিয়তমা’, আবার কখনও বা এপার বাংলার ‘কিশোরী’। ‘খাদান’ ছবির পরও দেবের বিপরীতে আরও দুই সিনেমার মুখ্য চরিত্রে তিনি। প্রথমত, ‘রঘু ডাকাত’ এবং দ্বিতীয়ত, ‘প্রজাপতি ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইধিকাকে। রোম্যান্টিক নায়িকার খোলস ছেড়ে ইতিমধ্যেই অভিনেত্রী হিসেবে নিজের ভাগ্য নির্ধারণ করতে ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল। এবার সোহম চক্রবর্তীর বিপরীতে তাঁকে দেখা যাবে ‘বহুরূপ’ ছবিতেও। সদ্য মুক্তিপ্রাপ্ত সেই সিনেমার ট্রেলারে সোহমের পাশাপাশি সাড়া ফেলে দিয়েছেন তিনিও। আর সেই ট্রেলার শেয়ার করেই ইধিকাকে প্রশংসায় ভরালেন দেব।
বুধবার রাতে বহুরূপ ছবির ট্রেলার শেয়ার করেস শুভেচ্ছা জানিয়েছেন দেব। সেখানেই আসন্ন সিনেমার জন্য সোহম চক্রবর্তীকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইধিকাকে ট্যাগ করে ‘বাংলার ক্রাশ’ দিলেন বাংলার মেগাস্টার। পালটা উত্তর এল তাঁর ‘কিশোরী’র তরফেও। দেব ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, ‘খাদান’ ছবির পর থেকেই দেব-ইধিকার রসায়ন নিয়ে ভক্তমহলে যেমন উন্মাদনা, তেমনই কৌতূহল। মাঝে শোনা গিয়েছিল, প্রজাপতি ২ থেকে নাকি তিনি বাদ পড়েছেন! কিন্তু সব জল্পনা নস্যাৎ করে দিয়ে দেব-মিঠুনের ব্লকবাস্টার সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র গিয়েছে তাঁর ঝুলিতেই। রঘু ডাকাত-এর টিজারেও ‘সৌদামিনী’র ভূমিকায় নজর কেড়েছেন তিনি। এবার তাঁর ‘বহুরূপ’-এর পালা।
প্রসঙ্গত, এই ছবিতে একেবারে অন্য অবতারে দেখা যাবে মাস্টার বিট্টু অর্থাৎ সোহম চক্রবর্তীকে। গল্পটা কীরকম? এক অভিনেতার জীবন উঠে আসবে এই ছবিতে। আপাতদৃষ্টিতে একজন অভিনেতার জীবন অত্যন্ত গ্ল্যামারাস এবং মসৃণ বলে মনে হলেও কতটা চ্যালেঞ্জিং, সেই গল্পই এখানে সাতটি লুকে ফুটিয়ে তুলবেন সোহম। যে যাত্রায় তাঁর সঙ্গী ইধিকা পাল। আর সিনেমার ট্রেলার দেখেই দেবের মন্তব্য, ‘দেখে দারুণ লাগল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।