ওপার বাংলায় মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রীর সিনেমা ‘ধূমকেতু’। এ সিনেমা কেন্দ্র করে ফের একসঙ্গে উঠে আসে এই জুটির পুরোনো প্রেম প্রসঙ্গ। যদিও এসব নিয়ে চিন্তিত নন দেবের প্রেমিকা ও নায়িকা রুক্মিণী মৈত্র। বরং, তাদের সম্পর্ক এখনও আগের মতোই অটুট- জানিয়েছেন রুক্মিণী।
সপ্তাহখানেক হলো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। এমন সময়ে সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন দেব। এরই মধ্যে শোনা গেল রুক্মিণীর অসুস্থতার খবর; ভাইরাল জ্বরে ভুগছেন এই নায়িকা।
কয়েক মাস আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুক্মিণী। এরই মধ্যে সামাজিক মাধ্যমে জানালেন নিজের অসুস্থতার খবর। নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে নায়িকা জানালেন, তার ১০২ ডিগ্রি জ্বর; তার ছবিতেও ভেসে ওঠে অসুস্থতা।
ইদানিং কলকাতার চেয়ে মুম্বাইতেই বেশি সময় কাটান রুক্মিণী। সেখানে তিনি একটি ওয়ার্কশপে অংশ নিচ্ছেন, আবার বিজ্ঞাপন ও মডেলিংয়ের কাজও করছেন। সম্প্রতি মুম্বাই থেকে কলকাতা ফিরেছেন তিনি। আবহাওয়ার তারতম্যের কারণে ভাইরাল জ্বরের শিকার হতে পারেন রুক্মিণী, মন্তব্যঘরে এমনই মত তার ভক্তদের।
‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ সিনেমার পর আর বড়পর্দায় দেখা যায়নি তাকে। তবে শোনা যাচ্ছে, তিনি এখন একাধিক নতুন চিত্রনাট্য পড়ছেন। খুব শিগগিরই আবার নতুন চরিত্রে দর্শকদের সামনে ফিরতে পারেন রুক্মিণী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।