স্পোর্টস ডেস্ক : গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম-অ্যাওয়ে সিরিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া- একের পর এক সিরিজ শেষ হয়েছে; কিন্তু ধোনির দেখা মেলেনি। তার জন্য আক্ষেপ বেড়েছে ভক্তদের। অবসর নিয়েও কোনো কথা বলছেন না ‘ক্যাপ্টেন কুল’। মাঝে কাশ্মীরে গিয়ে সেনাবাহিনীর ট্রেনিং নিয়েছেন।
এসবের মাঝে সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্তের আপডেট দিতে ভোলেননি ভারতকে দুটি বিশ্বকাপ এনে দেওয়া এই অধিনায়ক। সম্প্রতি ফুচকাওয়ালার বেশে তিনি আবারও সংবাদের শিরোনাম হয়েছেন। ক্রিকেট থেকে অনেক দূরে, মালদ্বীপে এখন ফুচকাওয়ালা ধোনি! অবশ্যই আক্ষরিক অর্থে এমনটা নয়, তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটিভিডিওতে ধোনিকে ফুচকা পরিবেশন করতে দেখা যাচ্ছে। সামনে দাঁড়িয়ে তার তৈরি ফুচকা খাচ্ছেন আর পি সিং এবং পীযূষ চাওলা।
ভবিষ্যতে আর জাতীয় দলের হয়ে ফিরবেন কিনা সেটা কারও জানা নেই; তবে ক্রিকেট না খেললেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কল্যাণে প্রায়ই ধোনিকে দেখা যায়। হয়তো মেয়ে জিভার সঙ্গে খুনসুটি করছেন, কিংবা গান করছেন, কিংবা কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছেন। ধোনির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আইপিএলের আগে তাকে আর মাঠে দেখা যাবে না। আইপিএল টার্গেট করেই খেলার বাইরে থাকা ধোনি ফিটনেস ট্রেনিং করে যাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।