স্পোর্টস ডেস্ক : দু’টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের চেহারা পাল্টে দিয়েছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিসবাহ উল হক। গতকাল ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন ধোনি। এরপরই ধোনির প্রশংসায় মেতে উঠে ক্রিকেট বিশ্ব। সাথে তার পুরো ক্যারিয়ারের জন্য অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন অনেকে। এরমধ্যে আছেন মিসবাহও।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে আছে পাকিস্তান দল। সাউদাম্পটনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন বৃষ্টিতে ভেসে যাবার পর ধোনির অবসরের কথা শুনে নিজের অভিমত জানান মিসবাহ। বার্তা সংস্থা এএফপি’কে তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেটে অনেক বড় খেলোয়াড় তিনি। দেশের জন্য অনেক ভালো করেছেন তিনি।’ বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি ট্রফি জয়ের বিশ্বরেকর্ড ধোনির দখলে।
৩৯ বছর বয়সী ধোনির অধীনে ২০০৭ সালে টি-২০, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ভারত। মিসবাহ আরো বলেন, ভারতীয় ক্রিকেটে মানসিকতা বদলে দিয়েছেন ক্রিজে থিতু গেথে থাকতে পারদর্শী ধোনি। তিনি জানান, ‘আমি মনে করি, সেরাগুলোর মধ্যে একটি হচ্ছে ধোনি যেভাবে ভারতীয় ক্রিকেটের পদ্ধতির পরিবর্তন এনেছেন এবং দেশের পক্ষে অনেক অর্জন করেছেন।
দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি।’ ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ৫ রানে হারা পাকিস্তান দলের সদস্য মিসবাহ বলেন, ‘ধোনির ব্যাগে সবগুলো ট্রফিই আছে।’ ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে ভারতের ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করেন ধোনি। মুম্বাইয়ে ফাইনালে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছিলো ভারত।
লংকান পেসার নুয়ান কুলাসেকেরাকে মিড-অন দিয়ে ছক্কা মেরে ভারতের শিরোপা নিশ্চিত করেন ধোনি। মিসবাহ বলেন, ‘তিনি বাইরে থেকে শান্ত অধিনায়ক, কিন্তু ভেতরে-ভেতরে আক্রমনাত্মক খেলোয়াড়। অনেক বেশি বুদ্ধিমান। আপনি বলতে পারেন- অধিনায়ক, দারুনভাবে দলকে পরিচালনা করেছেন। যেভাবে তিনি দলের উন্নতি করেছেন এবং সিনিয়দের থেকে পরিবর্তন করে দলে কিছু জুনিয়র এনেছিলেন।
ধোনি ভারতীয় ক্রিকেটে সংস্কৃতি ও পুরো দলের চেহারা বদলে দিয়েছিলেন। খেলার জন্য দুর্দান্ত একটি উদাহরন।’ মিসবাহ আরো বলেন, বিসিসিআই’র বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলীর দলের চেয়েও ধোনির দলটি অনেক বেশি উচ্চতায় পৌঁছেছিল।’
তিনি জানান, ‘গাঙ্গুলী চলে যাবার পর তিনিই একমাত্র ব্যক্তি যে সত্যিকারার্থে, ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নিয়ে ভারতীয় ক্রিকেটের জন্য দারুনভাবে কাজ করেছেন। যেমন দুর্দান্ত একজন ব্যক্তি এবং খুব, খুবই ভালো অধিনায়ক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।