স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের প্রত্যাবর্তনের পরের ম্যাচে আইপিএলের চলতি মৌসুমে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এবারের আইপিএলে ধুঁকতে থাকা চেন্নাই, ধোনির কাঁধে নেতৃত্বের দায়িত্ব দেয়ার সঙ্গে সঙ্গেই যেন খুঁজে পেল জয়ের মন্ত্র। লখনউ সুপার জায়ান্টসকে (এলএসজি) ৫ উইকেটে পরাজিত করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। টানা পাঁচ ম্যাচ হারের পর এই জয় চেন্নাই শিবিরে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। ব্যাট হাতে ১১ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে ধোনি বুঝিয়ে দিয়েছেন, ফিনিশার হিসেবে তার ধার এখনও কমেনি।
সোমবার (১৪ এপ্রিল) লখনউয়ের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ধোনি। এলএসজি অধিনায়ক ঋষভ পন্থের ৪৯ বলে ৬৩ রানের লড়াকু ইনিংসের ওপর ভর করে লখনউ নির্ধারিত ২০ ওভারে ১৬৬ রান তোলে। পন্থ ছাড়াও আয়ুষ বাদোনি (১৭ বলে ২২) এবং আব্দুল সামাদ (১১ বলে ২০) কিছুটা প্রতিরোধ গড়েন। চেন্নাইয়ের বোলারদের মধ্যে জাদেজা এবং পাথিরানা ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের শুরুটা ভালো হয়নি। ওপেনার শাইখ রশিদ (২৭) এবং রাচিন রবীন্দ্র (৩৭) আউট হওয়ার পর রাহুল ত্রিপাঠি (৯) রানে দ্রুত আউট হয়ে যান। তবে শিবম দুবে এক প্রান্তে ধরে খেলেন এবং ৩৭ বলে অপরাজিত ৪৩* রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। যখন মনে হচ্ছিল চেন্নাই এই মৌসুমের টানা ষষ্ঠ পরাজয়ের দিকে এগোচ্ছে, ঠিক তখনই ব্যাট হাতে ঝড় তোলেন মহেন্দ্র সিং ধোনি। ১১ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শিভম দুবের সঙ্গে তার জুটিতে ভর করে শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় নিশ্চিত করে চেন্নাই।
দীর্ঘদিন ধরে ধোনির ফর্ম নিয়ে সমালোচনা চলছিল। অনেকেই মনে করছিলেন, তার সময় শেষ হয়ে এসেছে। কিন্তু এদিন প্রায় ২৩৬ স্ট্রাইকরেটের ইনিংস খেলে ধোনি সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন। শুধু ব্যাট হাতেই নয়, অধিনায়ক হিসেবেও ধোনি এদিন নজর কেড়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে আবদুল সামাদকে করেন রান আউট। এ ছাড়াও, বোলিং পরিবর্তনেও তার অভিজ্ঞতা ও বিচক্ষণতার পরিচয় পাওয়া গেছে বরাবরের মতোই।
টানা পাঁচটি ম্যাচে পরাজয়ের পর চেন্নাইয়ের এই জয় পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পরিবর্তন না করলেও দলের মনোবল পরিবর্তন হয়েছে তা বলাই যায়। ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে ধোনির দল। সমসংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লখনউয়ের অবস্থান ৪ নাম্বারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।