বিনোদন ডেস্ক: বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে হেরে গিয়েছে ভারত। দেশবাসীর প্রত্যাশা রাখতে পারেননি ধোনি। গতকাল ধোনি-র আউটই শেষমেষ ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তীরে এসে তরি ডুবল, রান আউট হলেন ধোনি।
আউট হওয়ার সময় ভারতের সামনে জয়ের সমীকরণ ছিল সহজই। তারপরেই হতাশার ঢেউ উঠে একশো বিশ কোটির দেশে। আবেগ ধরে রাখতে পারেননি অভিনেতা অঙ্কুশ। ধোনির কান্না দেখে কেঁদেই ফেললেন নায়ক।
সেমিফাইনালের ম্যাচে বাইশ গজ থেকে বিদায় নেওয়ার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি ধোনি। হাতের গ্লাভস খুলতে খুলতেই কান্নায় গলা জড়িয়ে এসেছিল তার। তিনি জানেন মাঠে আবেগ কাজ করেনা। এদিকে পুরো দেশের চোখ ছিল টেলিভিশনের পর্দায়। বাদ ছিলেন না টলিপাড়াও।
ধোনির কান্নায় নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না অঙ্কুশ। ম্যাচে হেরে যাওয়ার পর অঙ্কুশও দুঃখ পেয়েছেন স্বাভাবিক। তিনিও কেঁদে ফেললেন। শুধু কাঁদলেন তাইই নয়, সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতেও দিয়েছেন তিনি। লিখেছেন, ”উই লস্ট”।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।