স্পোর্টস ডেস্ক: আগামী ৭ জুলাই ৩৯ বছরে পা দিতে চলেছেন ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এবার এমএসডি’র জন্মদিনটা একটু অন্যভাবে উদযাপন করতে চান তার আইপিএল দলের সতীর্থ ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো। ইতিমধ্যে তার টিজার বাজারে এনে হইচই ফেলে দিয়েছেন তিনি।
Advertisement
এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ব্রাভোর চ্যাম্পিয়ন গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এবার চেন্নাই সুপার কিংসে তার প্রিয় অধিনায়ক ধোনির জন্য জন্মদিনের উপহার হিসেবে একটি গান নিয়ে আসছেন ব্রাভো।
টিজারে ব্রাভো লিখেছেন, এমএস ধোনি নম্বর সেভেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন। ২০১১ সালে বিশ্বকাজ জয়। প্রথম অধিনায়ক হিসেবে দেশের সমস্ত ট্রফি জয়। এখন সবাই হেলিকপ্টার সেলিব্রেশন করো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।