স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট ইতিহাসের অনেক স্মরণীয় দিনের মধ্যে উজ্জ্বলতম দিন তার কাছে কোনটা? কোন মুহূর্তটা তিনি ভুলতে পারেন না? আর এ প্রশ্নের উত্তর দিয়েছেন বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি নিজেই।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভের কাছে ২০১১ সালের বিশ্বকাপ জয় যেমন স্মরণীয় হয়ে থাকবে, তেমনই তিনি ভুলতে পারেন না ওয়াংখেড়েতে মারা মহেন্দ্র সিং ধোনির সেই ছয়টা। যা ভারতকে দ্বিতীয়বারের মতো ৫০ ওভারের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল।
সৌরভ মনে করেন, ভারতীয় ক্রিকেট ইতিহাসে ওই মুহূর্তটা চিরস্থায়ী হয়ে থাকবে।
একটি অনলাইন ওয়েব ক্লাসে সৌরভ বলেন, আমার কাছে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় দিনটা হল, ২০১১ সালের বিশ্বকাপ জয়। এমএস ধোনির ওই ছয়টা, ওই শটটা ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরকালীন হয়ে থাকবে। কী অসাধারণ একটা মুহূর্ত ছিল।
২০১১ সালের ২ এপ্রিল সেই বিশ্বজয়ের রাতের স্মৃতি রোমন্থন করে সৌরভ বলেন, ওই রাতে আমি ওয়াংখেড়েতে ছিলাম। কমেন্ট্রি বক্স থেকে নেমে আসি ধোনি এবং ওর দলের জয়োৎসব দেখতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।