জুমবাংলা ডেস্ক : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। এ সময় নামিদামি চারটি কোম্পানির বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কারখানা মালিক আনিসুর রহমান ওরফে আনিসকে (৪২) আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানা এলাকায় আনিসুর রহমান আনিসের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ নামিদামি ব্র্যান্ডের ওষুধ জব্দ করে পুলিশ। ওষুধের পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না।
অভিযানে আটক আনিস এক বছরেরও বেশি সময় ধরে নিজ বাড়িতে এসব নামিদামি কোম্পানির ওষুধ তৈরি ও বাজারজাত করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।