জুমবাংলা ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নকল KLINGSPOR ব্র্যান্ডের Sand Paper বা সিরিশ কাগজ আমদানি, তৈরি ও ক্রয়-বিক্রয় বন্ধের দাবি জানানো হয়েছে। KLINGSPOR কোম্পানির বাংলাদেশের আমদানিকারকদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।
কোম্পানির অভিযোগ, ঢাকার কাওরানবাজার, পুরান ঢাকার ইমামগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন বাজারে দেদারছে তাদের ব্রান্ডের সিরিশ কাগজ বা সাদা পেপার-১২০ হুবহু নকল করে পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় করা হচ্ছে যা পোল্যান্ড থেকে আমদানিকৃত Klingspor ব্রান্ডের সিরিশ কাগজ বা সাদা পেপার-১২০ নয়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর মাধ্যমে অনলাইন-এ নকল এই ব্র্যান্ডের সিরিশ কাগজ বা সাদা পেপার-১২০ ক্রয়-বিক্রয় করা হচ্ছে। এর ফলে ভোক্তা সাধারণ নকল পণ্য ক্রয় করে প্রতারিত হচ্ছে এবং অরজিনাল Klingspor সিরিশ কাগজ বা সাদা পেপার-১২০ ভেবে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে তাদের দীর্ঘদিনের সুনাম, আর্থিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, কিছু অসাধু আমদানিকারক ও তাদের সহযোগী বিক্রেতারা উক্ত ব্র্যান্ড নাম Klingspor লোগো এবং Made In Poland হুবহু নকল করে বিশেষভাবে চীন থেকে অথবা দেশেই তৈরি করে নকল ও নিম্নমানের Klingspor ব্র্যান্ডের সিরিশ কাগজ আমদানি বা তৈরি করছে। এছাড়া ওই নকল পণ্য সরবরাহ করে ক্রেতাদের সাথে প্রতারণা করছে এবং তৈরি দেশ হিসেবে বা কান্ট্রি অব অরিজিন Made In Poland লিখছে। পণ্যের গায়ে Made In Poland লেখা থাকে, কিন্তু আমদানি ডকুমেন্টেস্ Made In China লেখা থাকে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে নকল সিরিশ কাগজ বাজারজাত করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আহরণ থেকেও বঞ্চিত হচ্ছে। Klingspor এর বাংলাদেশের আমদানিকারকগণ ইতোমধ্যেই সরকারের বিভিন্ন দপ্তরে নকল সিরিশ কাগজ আমদানি, তৈরি ও ক্রয়-বিক্রয় বন্ধে অবহিত করেছেন।
উল্লেখ্য যে, Sand বা Abrasive Paper যা দেশে সিরিশ কাগজ বা সাদা পেপার-১২০ হিসেবে বহুল পরিচিত। শিল্প কারখানার পুরাতন যন্ত্রপাতি-যন্ত্রাংশ, নতুন বা পুরাতন আসবাবপত্র, বাসা-বাড়ীর রং ঘষা-মাজা ও মসৃণ করার কাজে বহুলভাবে এই কাগজ ব্যবহার করা হয়।
বর্তমানে বাজারে বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত বিভিন্ন নাম বা ব্র্যান্ডের সিরিশ কাগজ বা সাদা পেপার-১২০ পাওয়া যায়। যেমনঃ Klingspor, Captain, Orient Craft, Flying Wheel ইত্যাদি। এগুলোর মধ্যে Poland থেকে আমদানিকৃত KLINGSPOR ব্রান্ডের সিরিশ কাগজ বা সাদা পেপার-১২০ অন্যতম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।