জুমবাংলা ডেস্ক : কুকুর, বেড়ালের নখ কাটার সময় যে কত ঝক্কি পোহাতে হয়, তা যাঁদের বাড়িতে পোষ্য আছে তাঁরা ভালো করেই জানেন। নখ কাটার সময় সারা বাড়িময় ছুটে বেড়ানো, খাটের নিচে লুকিয়ে পড়া বা চিত্কার করার মতো এমন আরও কত কী না করতে থাকা ওরা। কিন্তু তাই বলে একেবারে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার অভিনয়! বিশ্বাস হচ্ছে না! এমনই একটি ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
কেন এই ভিডিও এ ভাবে ভাইরাল হলো জানেন? ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পিটবুল প্রজাতির কুকুরের নখ কাটার জন্য তার থাবাটা নিজের হাতে তুলে নিচ্ছেন এক মহিলা। ওই মহিলার অন্য হাতে ধরা রয়েছে একটি নেল কাটার। নেল কাটার পিটবুলের থাবার দিকে এগিয়ে নিয়ে যেতেই একেবারে ‘ফিল্মি’ কায়দায় অজ্ঞান হয়ে কাত হয়ে মেঝেতে পড়ে যাওয়ার অভিনয় করল সে। চার পা শূন্যে তুলে উল্টে পড়ে থাকল পিটবুলটি।
৫ সেপ্টেম্বর টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয় ‘রাশোনা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে। মাত্র ১৮ সেকেন্ডের এই ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় ৬০ লক্ষ মানুষ দেখেছেন। পোস্টটি শেয়ার বা রিটুইট করা হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার বারেরও বেশি। কুকুরের এই অসাধারণ ‘নাটক’-এ মুগ্ধ নেটিজেনরা। তাই ভিডিওটির ভিউ আর শেয়ারও বাড়ছে হুড়মুড়িয়ে।
The Academy Award for best dramatic performance goes to… pic.twitter.com/ErlQc2JcpQ
— ℝ?????? (@Rashona) September 6, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।