বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সুজুকি ইন্ডিয়া মোটরসাইকেল লঞ্চ করল বিশ্ব ব্যাপী জনপ্রিয় স্পোর্টস বাইক সুজুকি হায়াবুসা (Suzuki Hayabusa)। দেশজুড়ে জারি হওয়া নতুন ওবিডি 2 নিয়ম মেনে এই বাইকের ইঞ্জিন আপডেট করেছে সুজুকি মোটরসাইকেল। এই এডিশনে ঝক্কাস 3টি কালার যোগ করেছে জাপানি সংস্থাটি।
2023 সুজুকি হায়াবুসা-তে এবার পাওয়া যাবে মেটালিক থান্ডার/গ্রে/ক্যান্ডি, ডেয়ারিং রেড এবং মেটালিক ব্ল্যাক নং 2/গ্লাস স্পার্কেল ব্ল্যাক ,পার্ল ভাইগর ব্লু, পার্ল হোয়াইট। নতুন কালার যোগ হওয়ার ফলে বাইকের সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। বলা যেতে পারে নতুন হায়াবুসা দেখে প্রেমে পড়তে বাধ্য বাইক প্রেমীরা।
সুজুকি হায়াবুসা পারফরম্যান্স
এই সুপারবাইক যতটা তার লুকের জন্য বিখ্যাত ততটাই পরিচিত এর শক্তিশালী লিকুইড কুল্ড ইঞ্জিনের জন্য। সুজুকি হায়াবুসা-তে বাইকাররা পাবেন 1340 সিসি চার সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 187 হর্স পাওয়ার এবং 150 এনএম টর্ক উত্পন্ন করে। সঙ্গে রয়েছে 6 স্পিড ট্রান্সমিশন।
বাইকে সাসপেনশন থাকছে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মনোশক রিয়ার। ব্রেকিং ডিউটির জন্য দেওয়া হয়েছে সামনের চাকায় 4 পিস্টন টুইন ডিস্ক এবং পিছনে সিঙ্গেল পিস্টন সিঙ্গেল ডিস্ক ব্রেক। সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
এই স্পোর্টস বাইকে মিলবে এলইডি হেডলাইট, ট্র্যাকশন কন্ট্রোল, অ্যান্টি হুইলই কন্ট্রোল, 3 পাওয়ার মোডের কুইক শিফটার, টিএফটি এলসিডি ডিসপ্লে, কর্নারিং এবিএস, ক্রূজ কন্ট্রোল এবং হিল হোল্ড কন্ট্রোল – এর মতো চাবুক ফিচার্স।
সুজুকি হায়াবুসা এর দাম
এই সমস্ত পরিবর্তনের ফলে বাইকের দাম ভারতীয় মুদ্রায় 50,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া। যার ফলে 2023 সুজুকি হায়াবুসা-এর দাম এখন ভারতীয় মুদ্রায় 16.90 লাখ টাকা (এক্স-শোরুম)।
নতুন স্পোর্টসবাইকের লঞ্চ প্রসঙ্গে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কিনিচি উমেডা বলেন, থার্ড জেনারেশনের সুজুকি হায়াবুসা -এর জন্য ভারতীয় বাইকাররা যে প্রেম দেখিয়েছে তার জন্য আমরা আপ্লূত। এই বাইকে তার স্পোর্টস লুকের পাশাপাশি অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। তিনি বলেন, ভারতের গুরগাঁও প্ল্যান্টে যত ইউনিট উত্পাদন করা হয়েছিল তার মধ্যে প্রায় সমস্ত ইউনিট রেকর্ড সময়ের মধ্যে বিক্রি হয়ে গিয়েছে।
এই চাহিদাকে দেখেই সুজুকি হায়াবুসা বাইকের নতুন ওবিডি2 আপডেট আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের আশা এই বাইকের নতুন কালার শেড আরও বেশি পছন্দ দেশের বাইক-প্রেমীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।