জুমবাংলা ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। খবর ইউএনবি’র।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে কাদের বলেন, ‘আগস্ট মাস বাঙালির জীবনে শোকাবহ মাস। আগস্ট বেদনার উৎস। এ মাসেই আমরা আমাদের সেরা তিন বাঙালি- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে হারিয়েছি।’
নজরুলকে মানবতা ও প্রতিবাদের কবি উল্লেখ করে কাদের বলেন, তিনি ছিলেন অসাম্প্রদায়িক। তার কবিতা অসাম্প্রদায়িক ও মানবতার চেতনার কথা বলে।
এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অনেকে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel