নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে হামিম মোল্যা (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কালিয়া উপজেলার বড়দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম।
গ্রেপ্তারকৃত হামিম মোল্যা কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত যুবক পবিত্র কোরআন শরীফে লাথি মারেন এবং এর ওপর প্রস্রাব করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে স্থানীয় কয়েকজন বিষয়টি প্রত্যক্ষ করলে হামিম মোল্যা সেখান থেকে পালিয়ে যান।
পরদিন বুধবার (২৪ ডিসেম্বর) সকালে স্থানীয়রা তাকে শনাক্ত করে আটক ও মারধরের চেষ্টা করলে তিনি বড়দিয়া বাজারের ব্যবসায়ী জিয়ার দোকানে আশ্রয় নেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা অভিযুক্ত যুবকের বিচারের দাবিতে বড়দিয়া বাজারে জড়ো হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, হামিম মোল্যা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় দ্রব্যে আসক্ত ছিলেন বলে এলাকায় আলোচনা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় তিনি এ ধরনের অনভিপ্রেত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তবে এ বিষয়ে অভিযুক্ত যুবকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, পবিত্র কোরআন মাজিদ অবমাননার অভিযোগে হামিম মোল্যা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র: দেশ টিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



