জুমবাংলা ডেস্ক : নড়াইল-১ আসনের সাবেক এমপি বি এম কবিরুল হক মুক্তির বাগানবাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইলের কালিয়া পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একদল বিক্ষুব্ধ জনতা কালিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে ডাকবাংলোর পাশে অবস্থিত সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাগানবাড়িতেও তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে আমরা এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগও পাইনি।
বেনজীরের বক্তব্য গভীর ষড়যন্ত্র-রাষ্ট্রদ্রোহের শামিল: পুলিশ অ্যাসোসিয়েশন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।