বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : নয়া Hero Xtreme 125R লঞ্চ হয়েছে ভারতে। বাজারে নতুন কমিউটার মোটরসাইকেল আসতেই চর্চা শুরু বাইক-প্রেমীদের মধ্যে। অনেকদিন পর কমিউটার সেগমেন্টে এমন দুর্ধর্ষ বাইক এনেছে হিরো। যে কারণে অনেকেই বাইকটি কেনার প্ল্যান করছেন। কোম্পানির দাবি অনুযায়ী, এতে স্পোর্টস বাইকের মতো লুক থাকলেও দুরন্ত মাইলেজ পাওয়া যাবে।
নতুন মোটরসাইকেল যতই আসুক না কেন, নিত্য যাতায়াতের এখনও বহু মানুষের ভরসা হন্ডা অ্যাক্টিভা। এতে যেমন কমফোর্ট পাওয়া যায় তেমনই মেলে দারুণ মাইলেজ। এমতাবস্থায় কারও বাজেট যদি 1 লাখ টাকা হয় তাহলে তার কোন টু হুইলার নেওয়া উচিত। আসুন দেখে নেওয়া যাক তুলনা।
ভ্যালেন্টাইনের স্মার্টফোনের দোকান – প্রিয়জনকে উপহার দিন পাওয়ার অফ কানেক্টিভিটি – স্মার্টফোন ও অ্যাকসেসরিজে পাবেন 40% ছাড়
মাইলেজ কত?
হিরো মটোকর্পের দাবি অনুযায়ী, নতুন হিরো এক্সট্রিম 125R মাইলেজ দেয় 66 কিমি প্রতি লিটার। যেখানে হন্ডা অ্যাক্টিভাতে পাওয়া যায় 55 থেকে 60 কিমি প্রতি লিটার মাইলেজ। বাজারে হন্ডা অ্যাক্টিভা দু’রকম ইঞ্জিনের সঙ্গে বিক্রি হয় – একটি 110 সিসি, আরেকটি 125 সিসি।
ইঞ্জিন ও পারফরম্যান্স কেমন
হিরো এক্সট্রিমে রয়েছে 124 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 11.4 হর্সপাওয়ার এবং 10.5 এনএম টর্ক উত্পন্ন করতে পারে। সঙ্গে 5 স্পিড গিয়ারবক্স। বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 10 লিটার। অন্যদিকে হন্ডা অ্যাক্টিভাতে 110 সিসি ইঞ্জিন এবং 124 সিসি ইঞ্জিন। প্রথম ভ্যারিয়েন্টকে বলা হয় হন্ডা অ্যাক্টিভা 6G। এটি সর্বোচ্চ 7.73 হর্সপাওয়ার তৈরি করতে পারে, আর 124 সিসি ইঞ্জিনে সর্বোচ্চ 8.19 হর্সপাওয়ার উত্পন্ন হয়।
ফিচার্স কী?
নতুন হিরো এক্সট্রিমে ঠাসা ফিচার দিয়েছে হিরো। থাকছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি, LED লাইটিং এবং USB চার্জিং পোর্ট। যেখানে হন্ডা অ্যাক্টিভাতে রয়েছে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এতে রয়েছে LED টেল লাইট, নেই USB চার্জিং পোর্ট। তবে হন্ডার স্কুটারে মিলবে বিশেষ H-Smart লক। সবমিলিয়ে ফিচার্সের ক্ষেত্রে এগিয়ে হিরো মটোকর্প।
এই ভ্যালেন্টাইনে প্রিয়জনের সাথে চুটিয়ে সেলফি তুলুন, বিশাল ছাড়ে 32MP ক্যামেরার Moto ফোন
দামের ফারাক কত?
হিরো এক্সট্রিম 125R-এর দাম 95,000 টাকা (ড্রাম ব্রেক) 99,500 টাকা (সিঙ্গেল চ্যানেল ABS)। এই দাম এক্স-শোরুম। অন্যদিকে হন্ডা অ্যাক্টিভা 6G এর দাম 77,711 টাকা এবং 125 সিসি ইঞ্জিনের দাম 82,043 টাকা (এক্স-শোরুম)। অন-রোড প্রাইস দেখলে 1 লাখ টাকা বা তার একটু বেশি খরচ করলে চলে আসবে হন্ডা অ্যাক্টিভা। কিন্তু, হিরো এক্সট্রিমের ক্ষেত্রে একটু বেশি খরচ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।