পপ সেনসেশন টেইলর সুইফট তার ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব অ্যা শো গার্ল’ ঘোষণা করেছেন। গত সোমবার রাতে নিজের ওয়েবসাইটে রহস্যময় একটি কাউন্টডাউন পোস্টের মাধ্যমে ভক্তদের কৌতূহল বাড়ান তিনি। এরপর কাউন্টডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ট্র্যাভিস কেলসের পডকাস্ট ‘নিউ হাইটস শো’তে অংশ নিয়ে অ্যালবামের নাম প্রকাশ করেন সুইফট।
অ্যালবাম ঘোষণার পর নিউইয়র্ক ও ন্যাশভিলের বিভিন্ন স্থানে স্পটিফাই বিলবোর্ডে নতুন কোড দেখা যায়, যা নিয়ে যায় ‘অ্যান্ড, বেবি, দ্যাটস শো বিজনেস ফর ইউ’ নামে একটি প্লেলিস্টে। সেখানে সুইফটের আগের গান থাকলেও, ভক্তরা ধারণা করছেন গান তালিকায় লুকানো রয়েছে নতুন কোনো ইঙ্গিত।
এ অ্যালবামটি সুইফটের ক্যারিয়ারে আরেকটি মাইলফলক হতে চলেছে। চলতি বছরের মে মাসে তিনি ঘোষণা করেন, বিগ মেশিন রেকর্ডস থেকে প্রকাশিত তার মূল গানগুলোর ক্যাটালগ তিনি কিনে নিয়েছেন শ্যামরক ক্যাপিটাল থেকে, প্রায় ৩০ কোটি ডলারে। ২০১৯ সালে তার ম্যানেজার স্কুটার ব্রাউন এই ক্যাটালগ কিনে নেওয়ার পর থেকেই টেইলর তার পুরোনো অ্যালবামগুলো ফের রেকর্ড করার পথে হাঁটেন, যাতে নিজের গানের পূর্ণ মালিকানা ফিরে পান তিনি।
তবে ভক্তরা এখন অপেক্ষা করছেন বাকি দুটি পুনঃরেকর্ডিং ‘রেপুটেশন (টেইলর’স ভার্সন)’ এবং তার আত্মপ্রকাশ অ্যালবাম ‘টেইলর সুইফট (টেইলর’স ভার্সন)’-এর জন্য।
তবে এ বিষয়ে সুইফট জানিয়েছেন, ‘রেপুটেশন’ এখনো পুরোপুরি রেকর্ড হয়নি এবং আশা করা হচ্ছে সঠিক সময়েই এটি প্রকাশ পাবে।
এদিকে নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব অ্যা শোগার্ল’র মুক্তির তারিখ এখনো জানানো হয়নি, তবে আসন্ন এ অ্যালবাম ঘিরে এরই মধ্যে সুইফটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।