বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আইফোনের বক্স খুললেই সচারচর ভেতরে যা দেয়া হয়, চলতি বছরের নতুন মডেলের সঙ্গে তা নাও থাকতে পারে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
অ্যাপলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা প্রযুক্তিবিদ মিং-চি কুও’র উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের নতুন মডেলে কোম্পানিটি পাওয়ার অ্যাডাপ্টার এবং ইয়ারপড সরবরাহ না করার পরিকল্পনায় আছে।
এই বছরের শেষ দিকে অ্যাপলের এসই মডেলের নতুন স্মার্টফোন বাজারে আসার কথা।
কুও জানিয়েছেন, ৫জি ফোনের আপগ্রেডের জন্য অ্যাপল খরচ কমানোর চেষ্টায় আছে। ফোন প্যাকেজিং ছোট হলে সহজে যেমন বহন করা যাবে, তেমনি শিপিং খরচও কমে যাবে।
এখন পর্যন্ত অ্যাপলের সব ফোনে ইয়ারপড এবং অ্যাডাপ্টার দেয়া হয়।
অ্যাপল আবার আলাদাভাবে আইপডের জন্য ২০ ওয়াটের একটি চার্জার আনছে। যেটি দ্রুত চার্জ দিতে সক্ষম। এই চার্জারটি আইপডের সঙ্গেই দেয়া হবে।
প্রযুক্তিবিদ মিং-চি কুও আগে অ্যাপলের নতুন মডেলের ফোন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে চমক দেখিয়েছেন। এবারও তাই ধারণা করা হচ্ছে, তার কথা মিলে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।