আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে অনুরোধ করেছেন।
তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, রাশিয়ার তেল আমদানি, রাশিয়ার সঙ্গে সকল পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিতে।
নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে কথা বলার সময় সোমবার এমন দাবি করেন জেলেনস্কি।
তিনি বলেন, রাশিয়ার আক্রমণ যদি চলতেই থাকে ও তারা যদি তাদের সামরিক হামলা পরিত্যাগ না করে তাহলে, শান্তি রক্ষার্থে তাদের ওপর আরও নতুন নিষেধাজ্ঞা প্রয়োগ করা অব্যহত রাখতে হবে।
রাশিয়ানে তেলের কথা উল্লেখ করে জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার কাছ থেকে আমদানি বয়কট করুন। তারা যদি সভ্য সমাজের নিয়ম মেনে না চলে, তাহলে তাদের সভ্য সমাজ থেকে কোনো পণ্য ও সেবা পাওয়া উচিত না।
এদিকে বিভিন্ন দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে এখন চাপে পড়েছে রাশিয়া।
নিষেধাজ্ঞার উল্টো ফল ভুগতে শুরু করেছে আমেরিকাও, বিপাকে বাইডেন প্রশাসন?
যদি পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেয় তাহলে দেশটি বড় বিপদে পড়ে যাবে। কারণ তেল ও গ্যাসের ওপরেই তাদের অর্থনীতির সিংহভাগ নির্ভরশীল।
তবে ইউরোপের দেশগুলোও রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিতে চায় না। কারণ এতে করে তারাই বিপদে পড়ে যাবে। শুধুমাত্র যুদ্ধ লাগার কারণেই ইতিমধ্যে তেল ও গ্যাসের দাম আকাশ ছুয়েছে।
সূত্র: রয়টার্স
যুদ্ধের দামামার মাঝে কিয়েভেই বিয়ে করলেন ইউক্রেনের সেনা যুগল (ভিডিও)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।