স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের শুরু থেকেই উড়ন্ত ফর্মে রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। পিএসজির হয়ে মাঠে নামলেই করছেন একের পর এক গোল-অ্যাসিস্ট। যার সুবাদে তিনি ছাড়িয়ে গেলেন সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
জাতীয় দল ও ক্লাবের হয়ে শেষ ১৬ ম্যাচে সরাসরি গোল কিংবা অ্যাসিস্ট করে অবদান রেখেছেন নেইমার। এতোদিন ধরে টানা ১৫ ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ড ছিল মেসি ও নেইমারের দখলে। এবার ব্রাজিল ও পিএসজির হয়ে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন নেইমার।
পিএসজির হয়ে চলতি মৌসুমে খেলা ৬ ম্যাচে ৯টি গোল করে ফেলেছেন নেইমার। এছাড়া অ্যাসিস্ট করেছেন আরও ৬টি। এর বাইরে জাতীয় দলের হয়ে শেষ ১০ ম্যাচে আরও ১৫টি গোলে সরাসরি অবদান তথা হয় গোল করেছেন কিংবা করতে বল বানিয়ে দিয়েছেন।
এমন উড়তে থাকা নেইমারকেই সবসময় চেয়ে আসছে ব্রাজিল। বিশেষ করে নভেম্বরে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে দীর্ঘ ২০ বছর শিরোপা জেতার লক্ষ্যে নেইমারই রাখতে পারেন বড় ভূমিকা। ব্রাজিলের হয়ে এরই মধ্যে ৭৪ গোল করেছেন তিনি। আর চার গোল করলেই ছাড়িয়ে যাবেন কিংবদন্তি পেলেকে।
বাংলাদেশের ব্যাটিংয়ের সময় শ্রীলংকার কোচ গোপন সংকেত পাঠিয়েছেন
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.