বাংলাদেশ বিমান নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। বাংলাদেশ এয়ারওয়েজ নামে পুরোপুরি নতুন একটি এয়ারলাইন্স শীঘ্রই আসতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। এরকম একটি সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুন: নির্ধারণ টাস্কফোর্স কমিটি।
বাংলাদেশ বিমান ভেঙে এই পরিকল্পনা বাস্তবায়ন করার চিন্তা করা হচ্ছে। ভেঙ্গে ফেলার পর এর অর্ধেক সম্পদ ব্যবহার করে যেন কাজটি করা হয় তার সুপারিশ করা হয়েছে। এ কমিটিতে উপস্থিত ছিলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
কমিটির আলোচনা শেষে তিনি সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনার কথা বলে দেন। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা আরো জানান যে, স্বাধীনতার পর থেকে কখনো বাংলাদেশের জনগণ কাঙ্খিত বিমানসেবা পায়নি। বাংলাদেশের জনগণ উন্নত ও আধুনিক বিমান সেবা পাওয়ার দাবিদার।
কিন্তু এ ধরনের সার্ভিস দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বাংলাদেশ বিমান। এজন্য পুরোপুরি শূন্য থেকে নতুন একটি এয়ারলাইন্স তৈরি করাটা সময়ের দাবি। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিমান ভেঙে নতুন নামে পুরোপুরি নিউ মডেলে একটি এয়ারলাইন্স তৈরি করা হবে।
অর্ধেক সম্পদ ব্যবহার করে এ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। এমনটাই মনে করে অর্থনৈতিক কৌশল পুন: নির্ধারণ টাস্কর্ফোস কমিটি। সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা যেন বহাল থাকে সেজন্য বিশ্বমানের স্বতন্ত্র ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।
উপদেষ্টা আরো জানায় যে, তিনি মনে করেন বাংলাদেশ বিমান একটি অথর্ব ইনস্টিটিউট। আমাদের দেশে বিদেশি ব্যবসায়ীরা এসে মুনাফা অর্জন করে নিয়ে যাচ্ছে অথচ বাংলাদেশ বিমান কিছুই করতে পারছে না। এর ফলে যাত্রীসেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।