লাইফস্টাইল ডেস্ক : ভয়ানক গরম! বাড়িতে থাকলে এসি না চালিয়ে থাকতে পারছেন। না, এখনও ততটা গরম পড়েনি ঠিকই। তবে আর তো কয়েকটা দিন, এয়ার কন্ডিশনার নিত্যদিনের সঙ্গী হল বলে! গনগনে গরমের হাত থেকে বাঁচার একমাত্র সহায় এই একটাই যন্ত্র। অনেকে ইতিমধ্যে নিশ্চয়ই নতুন এসি কেনার পরিকল্পনা করেছেন? তাহলে কোন কোন বিষয় খেয়াল রাখবেন? দীর্ঘদিন এসি ভাল রাখার জন্যই বা কী করবেন, জেনে নিন-
* যে ঘরে এসি লাগানো হবে এর আকারের ওপর নির্ভর করে এসি বাছাই করতে হবে। ঘরের তুলনায় ছোট হলে কিন্তু সেই এসি তেমন ঠান্ডা করতে পারবে না। আবার বেশি বড় এসি কিনলে তাতে বিদ্যুৎ খরচ বাড়বে ও তাপমাত্রার তারতম্যের কারণ হয়ে দাঁড়াতে পারে। সাধারণত এসি ১, দেড় বা ২ টন আকারের হয়ে থাকে। এর মধ্যে ১২০ বর্গফুট রুমের জন্য ১ টন, ১৮০ বর্গফুট রুমের জন্য দেড় টন ও ২৪০ বর্গফুট রুমের জন্য ২ টন এসি ঠিকঠাক। ঘরের আকার ছাড়াও জানালার আকার, রুমে সূর্যের আলো কতটুকু ঢুকতে পারে, সিলিংয়ের উচ্চতা, এসব বিষয়েও এসি কেনার আগে খেয়াল রাখা জরুরি।
* সাধারণত দুই ধরনের এসি ব্যবহার করা হয় – ‘উইন্ডো’ ও ‘স্প্লিট’। স্প্লিট এসির কম্প্রেসর আবার নন-ইনভার্টার ও ইনভার্টার দু’ধরনের হয়ে থাকে। বর্তমানে বিভিন্ন রকম সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে ইনভার্টার প্রযুক্তি-নির্ভর এসিগুলো জনপ্রিয় হয়ে উঠছে। নন-ইনভার্টার এসির তুলনায় নামীদামি ব্র্যান্ডের ইনভার্টার কম্প্রেসর ৫০-৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎসাশ্রয় করতে পারে। এসি কেনার ক্ষেত্রে সিজনাল এনার্জি এফিশিয়েন্সি রেশিও (এসইইআর) রেটিং বেশি আছে কিনা দেখে নেওয়া জরুরি। এই রেটিংয়ের মাধ্যমে সারাবছর এসি পরিচালনায় কতটুকু বিদ্যুৎ ও টাকা খরচ হবে তা জানা যায়। এসইইআর রেটিং ভাল থাকার মানেই হচ্ছে এসি দীর্ঘমেয়াদে বিদ্যুৎসাশ্রয়ী হবে ও অতিরিক্ত খরচ হবে না।
দীর্ঘদিন এসি ভাল রাখার জন্য যা করবেন
* এসির আউটডোর ইউনিট এমন জায়গায় রাখুন যাতে খুব বেশি সূর্যালোক সেখানে না পৌঁছয়। দরকার হলে এসির আউটডোর ইউনিটের উপর দিয়ে একটি শেড দিয়ে দিন। এতে ইউনিটটি গরম হবে না।
* রাতের দিকে এসি টাইমার দিয়ে চালানো সবচেয়ে ভাল ও সাশ্রয়ী। এতে খুব বেশি বিল ওঠে না। এমনকি দীর্ঘক্ষণ চলার কারণে এসির মেশিন নষ্ট হওয়ার আশঙ্কাও কম থাকে। এসির সঙ্গে এই সময় ফ্যান চালিয়ে নিন। এতে হাওয়া সবদিকে সমানভাবে পৌঁছবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।