বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার আবারও কমেডি সিনেমা নিয়ে আসছেন। গত বছরে বলিউডের সর্বোচ্চ সংখ্যক হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। সেই ধারাবাহিকতা থাকছে চলতি বছরেও। অক্ষয় কুমার মানেই সব সময় নতুন কিছু।
এখন অক্ষয় কুমার কাজ করছেন রোহিত শেঠির পুলিশি অ্যাকশন সিনেমা ‘সূর্যবংশী’তে। এর মধ্যেই নতুন সিনেমার খবর দিলেন তিনি। সিনেমার নাম ‘বাপ রে বাপ’। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে অক্ষয় তার নতুন সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করতেই প্রশংসায় ভাসছেন নেটিজেনদের।
ছবিতে অক্ষয়কে একটি নয়, দু’টি নয়, তিনটি ভিন্ন রূপ দেখা যায়। প্রথম অক্ষয় সবার চেয়ে কনিষ্ঠ, এরপর আরেক রূপের অক্ষয় হলেন প্রথমজনের বাবা, তৃতীয় অক্ষয় হলেন প্রথম অক্ষয়ের দাদু।
ফার্স্ট লুকের সঙ্গে অক্ষয় লেখেন, ‘একের চেয়ে দুই ভালো, দুইয়ের চেয়ে ভালো তিন। বাপ রে বাপ!’ এরপর তিনি লেখেন, ‘একটি মসলাদার বিনোদনমূলক সিনেমা আসছে আপনাদের জন্য। সতর্ক থাকুন! বাপ রে বাপ!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।