জুমবাংলা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫ পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত পুলিশে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২৮৫।
এ পর্যন্ত মারা গেছেন ছয় পুলিশ সদস্য। পুলিশ সদর দফতরে সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১১৯০। মোট আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) ৬৬৬ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপির এক কর্মকর্তা জানান, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৬৮৯ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৯৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।