
Advertisement
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেস আজ মঙ্গলবার (৩ নভেম্বর) নতুন কোচ দিয়ে চলাচল শুরু করেছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন কোচগুলো ট্রেনে যুক্ত করা হয়েছে।
সকাল ৭টার দিকে ইন্দোনেশিয়ান নতুন কোচ নিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, যাত্রী সাধারণের স্বচ্ছন্দ ভ্রমণের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন কোচ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে প্রতিস্থাপন করা হয়েছে।
চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেস নামে এই ট্রেনটিতে বর্তমান ১৮টি কোচ আছে। যার মোট আসন সংখ্যা দাঁড়াবে ৮৯০তে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।