স্পোর্টস ডেস্ক: গত কয়েক মাস ধরে সৌরভ গাঙ্গুলির সময়টা ভালো যাচ্ছে না। প্রথমে BCCI-এর মেয়াদ শেষ হওয়া, আর তারপর নিজের পুরনো দল দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েও দলকে সাফল্য এনে দিয়ে না পারা। পয়েন্ট তালিকার শেষে থেকে দিল্লি ক্যাপিটালসের সব আশা শেষ প্লে অফে যাওয়ার। সব মিলিয়ে মহারাজার অবস্থা কিছুটা খারাপ।
দিল্লি ক্যাপিটালস তারকা খচিত কোচিং স্টাফ তৈরি করলেও সাফল্য আসেনি। দলের সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার সকলেই দিল্লির ম্যানেজমেন্টের উপর ক্ষোভপ্রকাশ করেছেন। আকাশ চোপড়ার মত প্রাক্তন ক্রিকেটার দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে পরিবর্তনের দাবি তুলেছেন। চারিদিকে যখন এই খারাপ হাওয়া সেই সময় কিছুটা খুশির খবর সৌরভ গাঙ্গুলির ঘরে।
সম্প্রতি মার্সিডিজ বেঞ্জের ফেসবুকে পেজে একটি ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় সৌরভ গাঙ্গুলি ও ডোনা গঙ্গোপাধ্যায়ের হাতে একটি মার্সিডিজ বেঞ্জ GLS গাড়ির চাবি তুলে দেওয়া হচ্ছে। তাঁদের হাতে ফুলের স্তবকও তুলে দেওয়া হয়েছে। তবে এটি মহারাজ কিনেছেন নাকি তাঁকে উপহার দেওয়া হয়েছে তা জানা যায়নি।
বিশিষ্ট ব্যক্তিত্ব সৌরভ গাঙ্গুলি, যিনি প্রিন্স অফ কলকাতা হিসেবে পরিচিত তিনি সম্প্রতি বেঞ্চমার্ক ইন্টারক্রাফ্টসে এসেছিলেন। নতুন মার্সিডিজ বেঞ্জ GLS-এর চাবি যখন তিনি হাতে নিচ্ছিলেন তখন সেটা ছিল মন ভালো করা ছবি।
আমরা আপনাকে এই স্টার পরিবারে স্বাগত জানাই এবং আশা করি আপনি আরও ভালোভাবে এগিয়ে যান!
গাড়িটির দাম
জানা গিয়েছে মার্সিডিজ বেঞ্জ GLS-এর কলকাতায় বর্তমান দাম ভারতীয় মুদ্রাায় ১ কোটি ২৯ লাখ টাকা থেকে শুরু। গাড়িটির প্রায় প্রতিটা জিনিস কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজেশনের উপর নির্ভর করে গাড়িটির চূড়ান্ত দাম। যা আড়াই কোটি টাকা স্পর্শ করতে পারে। এরসঙ্গে যোগ হবে, কর ও বাকি জিনিস।
সৌরভ গাঙ্গুলির গাড়ির নম্বর তাঁর জন্মসালের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। অর্থাৎ ১৯৭২। দেখা যাচ্ছে ৩ মে গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে।
সৌরভ গাঙ্গুলির গাড়ির প্রতি ভালোবাসার কথা সকলেরই জানা। তিনি যেখানেই যান তাঁর সঙ্গে থাকে লাল রংয়ের BMW। শরীর খারাপ হয়ে তিনি হাসপাতালে থেকে বের হওয়ার সময় হোক বা আমফান দুর্গতদের সাহাযার্থে এগিয়ে যাওয়া হোক সবসময় তাঁর সঙ্গে ছিল BMW-র লাল রংয়ের গাড়িটি। এবার তারসঙ্গে যোগ হল মার্সিডিজ বেঞ্জের GLS-এর কালো রংয়ের গাড়ি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।