জুমবাংলা ডেস্ক : আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আসতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দলের ঘোষণা। এর আগে বিশেষ বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে আখতার বলেন, নতুনের আত্মপ্রকাশ আগামীকাল।
তিনি আরও লেখেন, সারাদেশের শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের আহ্বান। মানিক মিয়া এভিনিউ। বিকাল তিনটা।
এদিকে, রাজনৈতিক দল গঠন ইস্যুতে জাতীয় নাগরিক কমিটি (জানাক) নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক ছাড়া জাতীয় নাগরিক কমিটির অন্যসব অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।