নতুন প্রেমে মধুমিতা

বিনোদন ডেস্ক : টেলিভিশনের সিরিয়াল থেকে অভিনয় জগতে আসলেও ওটিটি-বড়পর্দায় এখন সবার নজরে ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনও চাঙ্গা এই অভিনেত্রীর। এ ছাড়া নিজের বিভিন্ন মুহূর্তকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই সক্রিয় থাকেন সামাজিক মাধ্যমে।

এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত মধুমিতা। নতুন বছরেই কি দেবমাল্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন? তা নিজ মুখে জানালেন অভিনেত্রী।

২০২৪ সালের শেষেএসে নিজের উপলব্ধি আর স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন এই অভিনেত্রী। আবেগঘন মধুমিতা বছর শেষে যেসব রঙিন মুহূর্ত তুলে ধরেছেন, সেখানে এক জায়গায় প্রেমিকের হাত শক্ত করে ধরে রেখেছেন অভিনেত্রী।

ছবিগুলির ক্যাপশনে মধুমিতা লেখেন, ‘নিজের নিয়মেই বছর শেষ হবে। সেটাকে তো আর আমি আটকে রাখতে পারব না। তবে ২০২৪-এ যা যা করেছি সেগুলো তো একবার ফিরে দেখতেই পারি। এই বছরটা ছিল আশীর্বাদে পরিপূর্ণ। কঠোর পরিশ্রমে এই জায়গা অর্জন করা আমার।’

অভিনেত্রী আরও লেখেন, ‘এই বছরটা আমাকে শিখিয়েছে কীভাবে ছোট ছোট জিনিসেও জীবনে খুশিতে থাকতে হয়। জীবনের উপর আশা-ভরসা রাখতেও শিখিয়েছে। সাহস জুগিয়েছে আস্থা ও বিশ্বাস অটুট রাখার। তবে সময়ের উপর বিশ্বাসও রাখতে হবে। তাহলেই সঠিক ফল পাওয়া যাবে।’

ধর্ষকের শাস্তি নপুংসক করে দেওয়ার পক্ষে অভিনেত্রী প্রীতি জিনতা

মধুমিতার এই পোস্টে তাকে নতুন বছরের জন্য শুভেচ্ছা জানাতে দেখা যায় নেটিজেনদের।

উল্লেখ্য, এই বছর দুর্গাপূজাতেই দেবমাল্যের সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছিলেন মধুমিতা। এরপর নিজের জন্মদিনেও প্রেমিকের হাত ধরে দক্ষিণ ভারত ঘুরতে গিয়েছিলেন তিনি। আর কোনো রাখঢাক নেই, খোলাখুলিভাবে প্রেমের কথা শিকার করে নেন অভিনেত্রী।