বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টাইমলাইনে বিভিন্ন সংবাদের লিংক দেখানোর ক্ষেত্রে নতুন ফিচার চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটারের নতুন নাম)। এখন থেকে এক্সে পোস্ট করা সংবাদে মূল ছবির নিচে শিরোনাম দেখা যাবে না। বৃহস্পতিবার এই ফিচার যুক্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
এ ব্য্যাপারে গত আগস্টেই এক্সের পক্ষ থেকে বলা হয়, ব্যবহারকারীরা পোস্টে কেবল সংবাদের লিংক ও মূল ছবিটি দেখতে পাবেন। ওই সময় এ বিষয়ক পোস্ট শেয়ার করে নতুন ফিচারের কথা নিশ্চিত করেছেন এক্সের প্রধান ইলন মাস্ক নিজেই।
মাস্ক জানান, তাঁর কাছ থেকেই সরাসরি এই নির্দেশ এসেছে। আর এই পরিবর্তন আনায় সামাজিক যোগাযোগমাধ্যমটি দেখতে অনেক সুন্দর লাগবে বলেও মনে করেন তিনি।
এতদিন এক্সের বিভিন্ন ব্লগ পোস্টে সংবাদের শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণী দেখা যেত। পাশাপাশি সংবাদের মূল ছবিও যুক্ত থাকতো পোস্টে। তবে অনেক সময় ছবিটি স্পষ্ট দেখা যায় না। তাই নতুন এই পরিবর্তন আনার পর এক্সে কেবল সংবাদের লিংক ও ছবি দেখা যাবে।
সংবাদের সংক্ষিপ্ত বিররণীও আর দেখাবে না এক্স। মূল সংবাদে প্রবেশ করতে হলে ছবিতে ক্লিক করতে হবে। তবে আলাদা করে কিছু লিখতে চাইলে টেক্সট বক্স তো আছেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।