জুমবাংলা ডেস্ক : ইংরেজি নতুন বছরে মন্ত্রিসভায় রদবদল হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে রবিবার (২২ ডিসেম্বর) নিজ দফতরে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ তথ্য জানান।

২৪ ডিসেম্বর প্রেসিডিয়াম কমিটির বৈঠকের পর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হতে পারে ওবায়দুল কাদের জানান।
মন্ত্রী বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা একেবারে শেষ হয়ে গেছে, তা বলা যাবে না। বাংলাদেশে এ মুহূর্তে সন্ত্রাসী হামলা হয়নি বলে আমরা বসে থাকব না। জঙ্গি-সন্ত্রাসীরা এখনও সক্রিয় আছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘সামনে অনেক চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমার জন্য বড় চ্যালেঞ্জ। পদ্মাসেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পের অনেক কাজ এগিয়ে গেছে। খুব শীঘ্রই এগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


