বিনোদন ডেস্ক : নতুন বছরে অনন্য এক মাইলফলক গড়তে চলেছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। এখন পর্যন্ত ফিল্মি ক্যারিয়ারে বক্স অফিসে ৫ হাজার কোটি আয়ের অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন অভিনেতা। ৩২ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে এখন পর্যন্ত বক্স অফিসে অক্ষয় কুমারের মোট আয় প্রায় ৪৮০০ কোটি রুপির মতো।
কইমই ডটকমের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে চারটি সিনেমা মুক্তির মাধ্যমে অক্ষয় ৫ হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে যাচ্ছেন যা হিন্দি চলচ্চিত্রের একজন তারকা হিসেবে বিরাট মাইলফলক।
এখন পর্যন্ত অক্ষয়ের পর সালমান খানের মোট বক্স অফিস আয় প্রায় সাড়ে চার হাজার কোটির মতো।
এ বছর অক্ষয় কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে অন্যতম ‘বাড়ে মিয়া ছোটে মিয়া।’ অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি ইতোমধ্যে তুমুল হাইপ তৈরি করেছে ভক্তদের মাঝে। সিনেমাটি প্রায় ৩০০ কোটির বিশাল বাজেটে নির্মাণ করা হয়েছে।
আলী আব্বাস জাফর পরিচালিত অ্যাকশন চলচ্চিত্রটি বক্স অফিসেও সাফল্য পাবে তা বলাই বাহুল্য। এছাড়াও এ বছর অক্ষয়ের আরো তিনটি চলচ্চিত্র আসছে। স্বাধীনতা দিবসে অক্ষয় কুমারকে দেখা যাবে অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’-এ। একটি বর্ধিত ক্যামিওতে এতে হাজির থাকবেন অক্ষয়।
এ বছর ২রা অক্টোবর, অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ মুক্তি পাবে। এতে অক্ষয় একজন এয়ার ফোর্স অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন যিনি ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে বড় বিজয়গুলির একটি অর্জন করেছিলেন। এটি একটি বায়োপিক চলচ্চিত্র।
বছর শেষে বড়দিনের ছুটিতে আসবে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল।’ ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় চলচ্চিত্র এটি।
সিনেমাটি ঘিরে ইতোমধ্যে দর্শকদের প্রত্যাশা বাড়ছে। এতে অক্ষয়ের সঙ্গে হাজির থাকছেন এক ঝাঁক গুণী ও জনপ্রিয় তারকা যার মধ্যে রয়েছেন রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, লারা দত্ত, সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, রাজপাল যাদব, জনি লিভারসহ একটি বিশাল তারকাদল অভিনয় করেছেন এবারের কিস্তিতে। এ ছাড়াও রয়েছেন কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক, রাহুল দেব এবং গায়ক দিলের মেহেন্দি ও মিকা সিং!
সবমিলিয়ে তিনটি মুল চলচ্চিত্র ও একটি ক্যামিও সহ চারটি চলচ্চিত্রে এ বছর জাদু দেখাতে চলেছেন অক্ষয় কুমার। সেই সঙ্গে বক্স অফিসের আয়ে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে ৫ হাজার কোটির অভিজাত ক্লাবে প্রবেশ করতে চলেছেন। নব্বইয়ের দশকে অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করেন অক্ষয় কুমার। এখন পর্যন্ত উপহার দিয়েছেন ১৩০টির মতো চলচ্চিত্র। বলিউডের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিরো হিসেবে তাঁর ‘খিলাড়ি’ ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত আটটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে যার বেশিরভাগই ব্যবসাসফল। একসময়ের দুর্দান্ত অ্যাকশন হিরো অক্ষয় নতুন দশকের শুরুতে কমেডিতেও নিজের আধিপত্য বিস্তার করেন। হিন্দি চলচ্চিত্রের সেরা কমেডি অভিনেতা হিসেবেও সুপরিচিত তিনি।
বলিউডে শাহরুখ, সালমান ও আমির খানদের সাফল্যের যুগে তিনিই একমাত্র অভিনেতা যিনি সমানতালে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে বক্স অফিসে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে সাম্প্রতিক সময়ে অক্ষয়ের বেশিরভাগ সিনেমাই ব্যর্থ হচ্ছে বক্স অফিসে। বছরে ৪/৫ টি চলচ্চিত্র মুক্তি দিচ্ছেন তিনি যা তাঁর জন্য নেতিবাচক হয়ে পড়ছে বলেই ধারণা করা হচ্ছে। তবে আগামী দিনে অক্ষয়ের সিনেমার পাইপলাইন অনুসারে, আবারও সাফল্যে ধারায় ফিরতে চলেছেন কুমার। অভিনেতার ভক্ত অনুরাগীরাও সেই প্রত্যাশায় দিন গুনছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।