নতুন বছর ২০২৬-এর আগমনে সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়, জানুয়ারির প্রথম দিনেও কুয়াশার দাপট ও শৈত্যপ্রবাহের আমেজ বজায় থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই ঘন কুয়াশার প্রভাবে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
তবে নতুন বছরের প্রথম দিনে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়লেও ঘন কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি থেকেই যাবে বলে জানিয়েছে অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


