বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : নতুন বছরের শুরুতেই অর্থাৎ আগামী মাস থেকেই হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে কিছু ফোনে। এই খবরটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে যারা পুরানো ভার্সনের আইফোন ব্যবহার করছেন।
বলা হচ্ছে, আগামী মাস থেকেই iPhone 5s, iPhone 6 এবং iPhone 6 Plus-এর মতো পুরনো মডেলগুলোতে হোয়াটসঅ্যাপ পরিষেবা আর পাওয়া যাবে না। আপনি যদি এই মডেলগুলোতে হোয়াটসঅ্যাপ চালান, তবে আপনাকে সেগুলো আপগ্রেড করতে হবে।
হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। আগামী ১ জানুয়ারি থেকে অনেকগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করা বন্ধ করতে চলেছে এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ।
নতুন বছরের প্রথম দিন থেকেই মেটার এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ২০টিরও বেশি স্মার্টফোনে আর চলবে না। তালিকায় রয়েছে স্যামসাং, মটোরোলা, এইচটিসি, এলজি এবং সনির একাধিক সংস্থার স্মার্টফোন।
যেসব ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ:
Samsung Galaxy S3
Samsung Galaxy Note 2
Samsung Galaxy S4 Mini
Motorola Moto G (1st Gen)
Motorola Razr HD
Moto E 2014
HTC One X
HTC One X+
HTC Desire 500
HTC Desire 601
LG Optimus G
LG Nexus 4
LG G2 Mini
LG L90
Sony Xperia Z
Sony Xperia SP
Sony Xperia T
Sony Xperia V
পাশাপাশি iPhone 5s, iPhone 6 এবং iPhone 6 Plus মডেলেও আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। iPhone ব্যবহারকারীরা ৫ মে, ২০২৫ পর্যন্ত নতুন ডিভাইসে ট্রান্সফার করার সুযোগ পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।