জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহে কুড়িয়ে পাওয়া শিশু অরণ্য বেড়ে উঠছে নতুন বাবা-মায়ের কোলে। গত ১৭ ডিসেম্বর ছিল তার ৫ম জন্মদিন। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে শিশুটির দায়িত্ব নেওয়া পরিবার।
সাধারণ পরিবারের সন্তান হলেও তার এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন স্বয়ং স্থানীয় সংসদ সদস্য, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্যরা।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, ২০১৫ সালের ১৭ ডিসেম্বর সকালে কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের একটি কবর স্থানের মধ্যে জঙ্গলে সদ্য ভূমিষ্ঠ শিশুকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
জঙ্গলে কুড়িয়ে পাওয়ায় তার নাম রাখেন আবুজার গিফারী অরণ্য। শিশুটিকে দত্তক নেন গোপালপুর গ্রামের বসির আহম্মেদ ও আমেনা খাতুন দম্পতি।
পরিবারের সদস্যরা জানান, সব বাধা জয় করে ৫ পেরিয়ে ৬ বছরে পা রাখলো শিশুটি। অকৃত্রিম ভালোবাসা আর সকলের যত্নআত্তিতে বেশ ভালই কাটছে তাদের দিন। মানবতাকে প্রাধান্য করে নিতে পেরে আনন্দিত তারা।
এবিষয়ে শিশুটির বাবা বশির আহম্মেদ বলেন, ছেলেকে পেয়ে আমি খুবই খুশি। তা আপনাদের বলে বুঝাতে পারবো না।
তার মা বলেন, অরণ্য আমাদের কলিজার টুকরা হয়েই আছে।
শুধু বাবা-মা-বোনই নয়, অরণ্য নামের শিশুটির জন্য স্বজন, পাড়াপ্রতিবেশী ও স্থানীয় সকলেরই রয়েছে সুদৃষ্টি। তাইতো ঘটা করে আয়োজিত উৎসবে অংশ নিতে ভোলেননি কেউই। উপহার সামগ্রী নিয়ে হাজির আনন্দচিত্তে।
যার নেতৃত্বে উদ্ধার হয়েছিল শিশুটি, সে পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেনের কর্মস্থল বদল হলেও ব্যস্ততা উপেক্ষা করে অংশ নিয়েছেন অরণ্যের জন্মদিনের আয়োজনে। তিনি জানান, যত কর্মব্যস্ত থাকি না কেন, এইদিনের মত বছরের অন্যন্য সময়ও আমি শিশুটির খোঁজ খবর নিয়ে রাখি। আমার পরিবারও শিশুটির খোঁজ খবর রাখে।
শিশুটির জন্মদিনে আসা অতিথিরা তার দীর্ঘায়ু কামনার পাশাপাশি সে যেন বড় হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য প্রার্থনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।