জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়লেও নতুন করে কোনো বিধি-নিষেধ আরোপ করা হবে না।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ সার্জারি পোস্ট-গ্র্যাজুয়েট পরীক্ষা ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, ‘ওমিক্রন বাড়লেও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে সরকারঘোষিত যে ৯-১০টি নির্দেশনা রয়েছে সেগুলোর বাইরে নতুন করে কোনো বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে না। ’
এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান, হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ডি এ হাসান প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে হাসপাতালের চতুর্থ তলার ছয় নম্বর ওয়ার্ডে মহিলা সার্জারি বিভাগ এবং সাত নম্বর ওয়ার্ডে নাক-কান-গলা বিভাগ ছাড়াও ওষুধ মজুদাগার পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে অধ্যাপক খুরশীদ আলম বলেন, ‘ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। হাসপাতালে সেবা ভালো না হলে রোগীরা এখানে আসত না। বিশেষ করে মহিলা সার্জারি ওয়ার্ডে রোগীদের চাপ অনেক বেশি। ’
ওষুধের মজুদাগার স্থানান্তর করে আরেকটি সার্জারি ওয়ার্ড করা গেলে চাপ কমানো যেত বলে এ সময় তিনি মন্তব্য করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।