নতুন ব্যবসায় নামলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : অপু বিশ্বাস বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি তার সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন। ঢালিউডের শীর্ষস্থানীয় নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসকে দেখা যায় তার নিজস্ব বুটিক্সের শাড়ি পরতে। শুধু বুটিক্সই নয়, তার রয়েছে নিজস্ব ক্যাফে, পার্লার এবং পার্লারের একটি ফ্র্যাঞ্চাইজি। শাকিব খানের মতোই তিনিও একজন সফল ব্যবসায়ী।

পাখিকে কেন গরুর মাংস খাওয়াতে চায় দীপ্তি চৌধুরী!

তিনি জানান, রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় তার দুটি প্রতিষ্ঠান রয়েছে— ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’।

তার কথায় স্পষ্ট, শোবিজের পাশাপাশি ব্যবসার দিকেও তিনি সমান মনোযোগী।