জুমবাংলা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব করার পর এ মন্ত্রণালয়ের পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মফিদুর রহমান মাঠ প্রশাসন, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সচিবের রুটিন দায়িত্ব পালন করছিলেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫ তম ব্যাচের এ কর্মকর্তাকে গতকাল বৃহস্পতিবার সচিব পদোন্নতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।