বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হলেও, বেশ কয়েক দিনের মধ্যেই দেশের বাজারেও লঞ্চ করা হবে এই বাইকটি। Indian Motorcycle এর নতুন এই স্পোর্টস বাইকটিতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন, দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশন।
ইঞ্জিন
নতুন এই বাইকে থাকতে চলেছে একটি 1205 cc-র লিকুইড কুলড, V-টুইন ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে আপনি পেয়ে যাবেন 125 BHP-র পাওয়ার ও 117 NM-এর পিক টর্ক।
ফিচার
নতুন এই বাইকে থাকতে চলেছে বেশ কিছু উন্নত মানের ফিচার। প্রথমেই আসি নতুন এই বাইকটির লুকের কথায়। নতুন এই বাইকে থাকতে চলেছে স্পোর্টস-অরিয়েন্টেড অ্যাসথেটিক্স। এর মধ্যে রয়েছে নতুন ধরনের নম্বর প্লেট, চিন ফেয়ারিং ও সিট কাউলের মতো বেশ কিছু নতুন ফিচার। এছাড়াও, ট্যাঙ্ক প্যানেলের উপর নতুন ডিজাইনে সংস্থার নাম লেখা হয়েছে।
ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার
নতুন এই বাইকে থাকতে চলেছে একটি নতুন টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়াও রয়েছে ইন-বিল্ট ন্যাভিগেশনের মতো গুরুত্বপূর্ণ ফিচার এবং তিনটি রাইডিং মোড। এছাড়াও রয়েছে সিট কাউল, নতুন ধরনের ট্যাঙ্ক প্যানেল, ইঞ্জিন ষ্ট্যাম্প গার্ড, লিন সেন্সিটিভ ABS ও ট্র্যাকশন কন্ট্রোল। এছাড়াও, উন্নতমানের রাইডিং কমফর্টের জন্য Ohlins-এর সাস্পেনশনও প্রদান করা হয়েছে এই বাইকে।
কবে হবে লঞ্চ
আগামী 2023-এর শুরুর দিকেই আন্তর্জাতিক বাজারে লঞ্চ হতে চলেছে এই বাইক। তবে ভারতের বাজারে কবে এই বাইকটি লঞ্চ করা হবে, সেবিষয়ে কোনও তথ্য প্রদান করা হয়নি সংস্থার তরফে।
বাইক প্রেমীদের জন্য সুখবর: উন্নতমানের লুক ও দুর্দান্ত ফিচার নিয়ে আসছে Pulsar N150
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।