নদীতে ডুব দিয়ে উঠে বৌকে চুম্বন, অত:পর যা ঘটালো

নদীতে ডুব দিয়ে উঠে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অযোধ্যায় সরযূ নদীতে স্ত্রীকে নিয়ে গোসল করতে নেমেছিলেন এক ব্যক্তি। একটি ডুব দিয়েই যেই তাকে আঁকড়ে ধরে থাকা স্ত্রীর গালে একখানি চুমু খেয়েছেন, ব্যস! অমনি চারপাশ থেকে ধেয়ে এল হুমকি, কিল, চড়! ধাক্কা দিয়ে, মারতে মারতে পানি থেকে তুলে দেওয়া হল দুজনকে!

নেটমাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, স্বামী-স্ত্রী দুজনে সরযু নদীতে স্নান করছেন। জলের ধাক্কায় যাতে পড়ে না যান সে জন্য স্বামীকে আঁকড়ে ধরে রয়েছেন স্ত্রী। একটা ডুব দেওয়ার পর স্ত্রীর গালেও চুমু খেলেন।
এর পরেই এক ব্যক্তি দম্পতিকে বলেন, ‘এটা অযোধ্যা! এখানে এ সব অসভ্যতামি চলবে না।’
নদীতে ডুব দিয়ে উঠে
তারপর হঠাৎই স্বামীটিকে ধরে মারতে শুরু করেন ওই ব্যক্তি। আশপাশে আরো যারা গোসল করছিলেন তারাও মারতে আরম্ভ করেন। কিল, চড়, লাথি কিছুই বাদ নেই। স্ত্রী তখন স্বামীকে মারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কোনো লাভ হয়নি। মারতে মারতে তারা দুজনকে ঘাটের উপরে তুলে দেন।


ভিডিওটি অযোধ্যা পুলিশের কাছে আসতেই তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

১৯ ইঞ্চি লম্বা কান নিয়ে জন্ম নিল আজব ছাগলছানা