জুমবাংলা ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে আজ (৩ সেপ্টেম্বর) ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মোঃ শাসুল হক টুক।
এ সময় সংসদ সদস্য সুলতান মোঃ মুনসুর, মনোরঞ্জন শীল গোপাল, হাবিবুর রহমান, এ্যারমা দত্ত, রওশন আরা মান্নান, শিউলী আজাদ, বাসন্তি চাকমা, অপরাজিতা হক এমপিসহ গোপালগঞ্জ এবং পাবনার বেড়া ও সাথীয়া উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন
ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধুর হত্যাকান্ডটি ছিল বাঙ্গালী জাতিকে হত্যা করার সামিল। এ হত্যাকান্ডটি ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করার লক্ষ্য। বাংলাদেশে এখনো ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রকে মোকাবেলা করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল বাঙ্গালীকে একত্রিত হবার আহবান জানান তিনি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সরকারি দল, বিরোধী দলসহ সকল দলের সংসদ সদস্যরা মন খুলে কথা বলছেন। দেশের সংবিধান দিয়েছেন বঙ্গবন্ধু। সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ সদস্যদের পরিচালনা করা আমাদের দায়িত্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।