বিনোদন ডেস্ক : অভিনেতা কার্তিক আরিয়ান ও সারা আলি খান দারুণ রসায়ন উপভোগ করছেন। জনসমক্ষে একে অন্যের প্রতি ভালোবাসা প্রদর্শনে কোনো প্রকার লজ্জাবোধ করছেন না দুজন। গতকাল সোমবার এ যুগলকে ভারতের লক্ষ্ণৌ বিমানবন্দরে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। সেই দৃশ্য অন্তর্জালে ভাইরাল হয়েছে।
পাতৌদির নবাব সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান ও ‘সোনু কে টিটু কি সুইটি’ তারকা কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে। জোর গুঞ্জন, তাঁদের ঘনিষ্ঠতা আরো জোরদার হচ্ছে। তার প্রমাণও মিলছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তর প্রদেশের রাজধানীতে কার্তিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সারা। সেখানে কার্তিকের ‘পতি পত্নী অউর ওহ’ ছবির শুটিং চলছে। মন মানছে না সারার। কার্তিকের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে মুম্বাই থেকে উড়ে লক্ষ্ণৌ চলে যান সারা। বিমানবন্দরের প্রবেশপথে এ যুগল উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হন। সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে অনলাইনে।
নির্মাতা-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় ও বিতর্কিত টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলি খানের সামনে সারা বলেছিলেন, কার্তিক আরিয়ান তাঁর ‘ক্রাশ’, একসঙ্গে কফি ডেটে যেতে রাজি। সেই থেকে তাঁদের প্রেম নিয়ে জল্পনার শুরু। প্রকাশ্যে কার্তিককে ক্রাশ বলার পর একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কার্তিকের সঙ্গে সারার হাত মিলিয়ে দেন ‘সিম্বা’ সহ-অভিনেতা রণবীর সিং।
পরে ঘোষণা আসে, লেখক-নির্মাতা ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে জুটি বাঁধছেন সারা ও কার্তিক। একাধিক ভাগের শুটিংও করেছেন দুজন। সেটে তাঁদের ঘনিষ্ঠ উপস্থিতি অনেকের নজরে আসে। এরপর বেশ কয়েকবার একে অন্যের বাড়িতেও গিয়েছেন সারা-কার্তিক। একসঙ্গে জিমে যেতেও দেখা গেছে। একবার গাড়ির ভেতর অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরাবন্দি হন দুজন।
কয়েক দিন আগে বোম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক ইমতিয়াজ আলি ও সহ-অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন কার্তিক আরিয়ান।
সারা সম্পর্কে কার্তিক বলেন, ‘সারা একজন তারকা। ওর হৃদয় সোনায় মোড়ানো। ওর সঙ্গে কাজ দারুণ উপভোগ করেছি। পর্দায় ও ইতিবাচকতা এনেছে। ওর সঙ্গে বারবার কাজ করতে পারলে ধন্য হব।’
এর আগে কার্তিক সম্পর্কে সারা বলেছিলেন, “আমি তো হাসতে হাসতেই বলি, ‘বাইকে কার্তিক আরিয়ানের পেছনের সিটে বসার জন্য আমি তো টাকাপয়সা পেয়েছি।’ মানে বলতে চাইছি, যেকোনো মেয়েই এটা করতে চাইবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



