জুমবাংলা ডেস্ক : সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময়ের পরেও বেশি কাজ করতে না পারলে কর্মকর্তাদের আইসিটি বিভাগ ছেড়ে দিতে বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটিতে অবস্থিত বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে এই কথা বলেন পলক।
এর আগে হাইটেক পার্কে স্মার্ট টেকনোলজিস, ফেয়ার গ্রুপ, ড্যাফোডিল কম্পিউটার্সের স্থাপনা পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি হাইটেক পার্কে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
বিডিসিসিএল কর্মকর্তাদের উদ্দেশে পলক বলেন, সরকারকে বড় বিনিয়োগ করতে হয়েছে ডাটা সেন্টারে। আর এই বিনিয়োগ ঋণ নিতে হয়েছে বিদেশ থেকে। তাহলে এই ডাটা সেন্টার থেকে রিটার্ন আসতে হবে সরকারের কাছে। ডাটা সেন্টারের আয় দিয়ে পরিচালন ব্যয় খরচ করে ডাটা সেন্টার কোম্পানিকে লাভবান হতে হবে। ৭-৮ বছরের মধ্যে ব্রেক ইভেন এ আসতে হবে। আমার একটা টার্গেট আছে, জুনের মধ্যে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানকে লাভজনক করার। সে জন্য আমি সকাল থেকে দিন রাত কাজ করছি। আপনারা যারা ৯টা ৫টার বেশি কাজ করতে আগ্রহী না, তাদের স্বাধীনতা আছে আইসিটি বিভাগ ছেড়ে যাওয়ার। কাজ করতে না পারলে আইসিটি বিভাগ ছেড়ে দেন।
পলক আরও বলেন, ডাটা এনালিটিক্যাল সেন্টার বিডিসিসিএল এ আর দেব না। আমাদের পরিকল্পনা ছিল সেটা এখানে করার। আপনাদের পারফরম্যান্স এ আমি খুশি, তবে পুরোপুরি সন্তুষ্ট না। এখানে সার্বক্ষণিক এমডি, ডিএমডি নিয়োগ দিতে হবে। বাকি নিয়োগ বন্ধ থাকবে কারণ মাথা ভারী করব না। যারা দুর্নীতিবাজ, দুষ্ট, কর্তব্য অবহেলা করে এমন কাউকে রাখা হবে না। এটা কিন্তু সরকার না, কোম্পানি। “হায়ার অ্যান্ড ফায়ার” হবে শুধু।
বিনিয়োগকারীদের সাথে এক মতবিনিময় সভায় আইসিটি সচিব সামসুল আরেফিন বলেন, এই হাইটেক পার্কে একটা ট্রেন দরকার। বিনিয়োগকারীরা একটা ট্রেন কিনে নিতে পারে। রেলওয়ের থেকে শুধু রেললাইন ভাড়ায় নেবে। এ বিষয়ে রেলের সাথে একটি সমঝোতা চুক্তি হতে পারে। তবে ট্রেনের মালিক থাকবে বিনিয়োগকারীরা। রেলের সাথে সমন্বয় করে তারা নিজেদের প্রয়োজন মতো ট্রেন চালাবে।
পলকের হাইটেক পার্ক পরিদর্শনকালে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ সহ ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাড়ি চালিয়ে ভারতে যাওয়ার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত : পররাষ্ট্রমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।