নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষে ঢাকা বিভাগের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার স্বীকৃতি হিসেবে ‘শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি)’ নির্বাচিত হয়েছেন নরসিংদী সদর উপজেলার এসিল্যান্ড মোঃ শাহ আলম মিয়া।
২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
আজ (২৪ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কনফারেন্স রুমে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এবং অতিরিক্ত সচিব মোঃ মোকাম্মেল হোসেন।
জেলার শ্রেষ্ঠ ‘সহকারি কমিশনার (ভূমি) নির্বাচিত হওয়ায় নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী আশরাফুল করিম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারহ নরসিংদী সদর উপজেলাবাসী ও উপজেলা ভূমি অফিস পরিবারের সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাহ আলম মিয়া।
তিনি জুমবাংলাকে জানান, ‘এই স্বীকৃতি হয়রানিবিহীন জনবান্ধব ভূমি সেবা প্রদানে আমাদের সকলকে আরও জনমুখী ও দায়িত্বশীল করবে নিঃসন্দেহে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী শাহ আলম মিয়া ২০১৭ সালে নরসিংদীতে এনডিসি হিসেবে যোগদান করেন। পরে কর্মদক্ষতার কারণে তাকে সদর এসিল্যান্ডের দায়িত্ব দেওয়া হয়।
করোনাকালীন সময়ে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান শাহ আলম মিয়াকে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে দেখতে পান নরসিংদীর সাধারণ মানুষ। করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই কর্মহীন মানুষের জীবন-জীবিকা সুরক্ষার জন্য মাঠ চষে বেড়িয়েছেন তিনি। কখনো মানুষকে ঘরে ফেরানোর কার্যক্রম, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, মোবাইল কোর্ট পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কখনো ত্রাণ বিতরণ, কখনো ‘করোনা’ আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন, রোগীকে হাসপাতালে নেয়া, নিরাপত্তা নিশ্চিতকরণ, করোনা আক্রান্ত হয়ে মারা গেলে তার দাফন ও সৎকার করাসহ বিভিন্ন দায়িত্ব পালন করে এসময় সর্বমহলে প্রশংসা কুড়ান এসিল্যান্ড শাহ আলম মিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



